নিজস্ব প্রতিবেদক:
“ফেয়ার ফেইস” জগন্নাথপুরের উদ্যোগে ‘স্বাবলম্বী প্রজেক্ট-১’ সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার, ২৬ এপ্রিল, দিনব্যাপী আয়োজিত এই প্রোগ্রামে দুইজন সুবিধাবঞ্চিত নারীকে সেলাই মেশিন উপহার দেওয়া হয়। প্রকল্পের মূল স্লোগান ছিল—“১ জন স্বাবলম্বী হলে, সকলের ভাগ্য খোলে।”
প্রকল্প বাস্তবায়নে সহায়তা করেছে দেশের দুটি মানবিক সংগঠন— জীবনের আহবানে ও খুঁজে ফিরি মানবতা। এই দুটি সংস্থার সহযোগিতায় জগন্নাথপুরের দুটি এলাকার দুইজন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। প্রাপ্ত ব্যক্তিরা হলেন: ১. জগন্নাথপুর পৌরসভার পূর্বভবানীপুর গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের একজন বোন। ২. শেরপুর, ৯ নম্বর ওয়ার্ডের আরেকজন বোন।
সংগঠন দুটি বাংলাদেশব্যাপী মানবিক কাজ করে যাচ্ছে। ‘ফেয়ার ফেইস’ জগন্নাথপুর কর্তৃপক্ষ তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে এ উদ্যোগে সহযোগিতা করার জন্য। ফেয়ার ফেইস জগন্নাথপুরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, “স্বাবলম্বী প্রজেক্ট” চলমান থাকবে ইনশাআল্লাহ। সমাজের পিছিয়ে পড়া নারীদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে এই ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :