গাজায় মুসলমানদের উপর ইসরায়েলের বর্বরোচিত হত্যাযজ্ঞের প্রতিবাদে ফেয়ার ফেইস জগন্নাথপুরের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। আজ ৭ এপ্রিল সোমবার, জগন্নাথপুরের পৌরপয়েন্টে জগন্নাথপুরের সক্রিয় সামজিক সংগঠন ফেয়ার ফেইস জগন্নাথপুর এর আয়োজনে উক্ত প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সাইফুর রহমান মিনহাজের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আকবরের পরিচালনায় বক্তারা ফিলিস্তিনে দখলদার ইজরায়েলের আগ্রাসন বন্ধপূর্বক সকল ধরনের অত্যাচার বন্ধ্যের দাবী জানান এবং এই বিষয়ে বিশ্বমিডিয়ার সুদৃষ্টি কামনা করেন
প্রধান কার্যালয়ঃ পৌর পয়েন্ট, সানলাইট মার্কেট, নীচতলা- জগন্নাথপুর, সুনামগঞ্জ।
ই-মেইলঃ fairface2019@gmail.com
মোবাইলঃ +8801744432133, +8801724065928
Copyright © 2025 fairface. All rights reserved.