জগন্নাথপুরে অসহায় মানুষদের মুখে হাসি ফুটালো ফেয়ার ফেইস


fairface প্রকাশের সময় : মার্চ ২৯, ২০২৫, ৪:৫০ অপরাহ্ন /
জগন্নাথপুরে অসহায় মানুষদের মুখে হাসি ফুটালো ফেয়ার ফেইস

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র মানুষ ও পথশিশুদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেছে ফেয়ার ফেইস জগন্নাথপুর। শনিবার জগন্নাথপুরের পৌরপয়েন্ট, ডাকবাংলো রোড, রানিগঞ্জ রোড, সিলেটে বাসট্যান্ড সংলগ্ন এলাকায় পৃথকভাবে শার্ট, লুঙ্গি, শাড়ী ও ড্রেস বিতরণ করেন সংগঠনের সদস্যরা। আনন্দ বিতরণ প্রজেক্ট নামে এই কর্মসূচিতে অর্থায়ন করেছেন সংগঠনের আজীবন দাতা সদস্য, যুক্তরাষ্ট্র প্রবাসী মুহিবুর রহমান। তিনি পৌর শহরের ইকড়ছই গ্রামের বড় নয়াবাড়ির বাসিন্দা। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব এম. শামীম আহমেদ, সভাপতি সাইফুর রহমান মিনহাজ,  সংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ,  রাইসুল ইসলাম রিমন, শাহিনুর রহমান, ইখতার হোসেন, আফাজ্জুল আহমেদ। কর্মসূচী বাস্তবায়নে অংশ নেন নজরুল ইসলাম প্রকাশ, আলীনুর রহমান,  জনি আহমেদ, শংকর রায় প্রমুখ।