আজ ০৯ নভেম্বর শনিবার আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে ফেয়ার ফেইস জগন্নাথপুর পরিবারের উদ্দীপনা উৎসব অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সাইফুর রহমান মিনহাজের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মো: আলী আকবরের সঞ্চালনায় কৃষকদের মধ্যে বিনামূল্যে ধানের বীজ বিতরণ, এইচএসসি পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, বিভিন্ন সামাজিক সংগঠন ও ফেয়ার ফেইসের আজীবন দাতা সদস্যদের সম্মাননা ক্রেস্ট ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য সার্টিফিকেট প্রদান করা হয়। এসময় উপজেলার ক্রিড়াঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য ফুটবল কোচ রুহুল আমিন রাহুল স্যার-কে বিশেষ সম্মাননা স্মারক ও প্রশংসা পত্র প্রদান করা হয়। অতিথি হিসেবে উপস্হিত ছিলেন; ডা. মধুসূদন ধর, সহকারী অধ্যাপক ইনস্টিটিউট অব হেল্থ, সিলেট। রুহুল আমিন রাহুল, ফুটবল কোচ। জনাব জয়নুল আবেদিন, ইন্সপেক্টর (তদন্ত) জগন্নাথপুর থানা। এম. শামীম আহমেদ, মহাসচিব,ফেয়ার ফেইস জগন্নাথপুর। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন, নুর আলম জনি।পবিএ গীতাপাঠ করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি রিংকু চন্দ। স্বাগত বক্তব্য রাখেন; উপ- ছাত্রকল্যাণ সম্পাদক তাহের আল- হামিদ। বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক, শামিনুর রহমান। সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক শুয়াইবুর রহমান সুয়েব, বনগাও ষোলঘর ছাত্রকল্যাণ পরিষদের আব্দুল কাইয়ুম, মাহিদ আল হাসান প্রমুখ। এসময় সংগঠনের কার্যনির্বাহী পরিষদের দায়িত্বশীলগণ সহ উপস্থিত ছিলেন সামাজিক সাংস্কৃতিক, শিক্ষানুরাগী, স্বেচ্ছাসেবী ব্যক্তিবর্গ।
প্রধান কার্যালয়ঃ পৌর পয়েন্ট, সানলাইট মার্কেট, নীচতলা- জগন্নাথপুর, সুনামগঞ্জ।
ই-মেইলঃ fairface2019@gmail.com
মোবাইলঃ +8801744432133, +8801724065928
Copyright © 2025 fairface. All rights reserved.