সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সামাজিক সংগঠন ফেয়ার ফেইস জগন্নাথপুর- এর নতুন কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার ফেয়ার ফেইস জগন্নাথপুর পরিবারের স্থায়ী কমিটির সাধারণ সভায় সংগঠনের ২০২৪-২৬ কার্যবছরের কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়।
সাইফুর রহমান মিনহাজকে সভাপতি, রিংকু চন্দ-কে সিনিয়র সহ-সভাপতি, জুয়েল হোসেন-কে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ আলী আকবর-কে যুগ্ম- সাধারণ করে ৮৩ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী স্থায়ী কমিটির সভাপতি Khaled Sust, মহাসচিব এম. শামীম আহমেদ ও স্থায়ী কমিটির সদস্য সাইদুল ইসলাম বাবলুর যৌথস্বাক্ষরে এই কমিটি অনুমোদন দেয়া হয়।
ফেয়ার ফেইস জগন্নাথপুর একটি জগন্নাথপুর উপজেলা ভিত্তিক অরাজনৈতিক, অলাভজনক সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। ২০১৯ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে উপজেলার মানুষের আর্থ-মানবিক উন্নয়ন, শিক্ষা ও সামাজিক কল্যাণে কাজ করে উপজেলার মানুষের ভূয়সী প্রশংসা পাচ্ছে সংগঠনটি।
২০২৩ সালে আম্ব্রেলা কর্তৃক আয়োজিত পরিবেশপ্রেমী এওয়ার্ডে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়া সংগঠনটির তৃতীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা হলো আজ।
সংগঠনের স্থায়ী কমিটির মহাসচিব এম. শামীম আহমেদ বলেন; আমরা জগন্নাথপুর উপজেলার মানুষের জীবন মানের উন্নয়নে কাজ করছি, আমাদের দীর্ঘ পথ চলায় উপজেলার সর্বস্তরের মানুষের ভালোবাসা ও সমর্থন পেয়েছি- এটা আমাদের সবচেয়ে বড় অর্জন।
“নবগঠিত কমিটি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে বদ্ধপরিকর”, বলে জানান নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক রাইসুল ইসলাম রিমন ও শাহিনুর রহমান।
প্রধান কার্যালয়ঃ পৌর পয়েন্ট, সানলাইট মার্কেট, নীচতলা- জগন্নাথপুর, সুনামগঞ্জ।
ই-মেইলঃ fairface2019@gmail.com
মোবাইলঃ +8801744432133, +8801724065928
Copyright © 2025 fairface. All rights reserved.